প্রকাশিত : ১৪ মে, ২০২৫ ০১:১৭

সাংবাদিক ওয়াহেদ ফকিরের জামিনের আবেদন মঞ্জুর

বগুড়া সংবাদদাতাঃ
সাংবাদিক ওয়াহেদ ফকিরের জামিনের আবেদন মঞ্জুর

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরের জামিনের আবেদন পুলশি রিপোর্ট (পি আর) পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জামিনের আবেদন শুনানী শেষে মঞ্জুর করে আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার খরনা কর্মকার পাড়ার পলাশ কুমার মহন্ত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ৪ মে সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেফতার করে এবং একই দিন তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে করাগারে প্রেরণ করে।

উপরে