প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০০:২০
বগুড়ায় ছাত্রশিবিরের ২ দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ

ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের ২ দিন ব্যাপী শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। - ছবি বিজ্ঞপ্তির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার আয়োজনে ২ দিনব্যাপী সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার জামিলনগরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ ইমরান।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বক্তারা বলেন, “কুরআনের আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলেই একটি বৈষম্যমুক্ত ন্যায়ের সমাজ গড়ে উঠবে।”
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাথীরা অংশগ্রহণ করেন।