প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৪

শেরপুরে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮দিন ব্যাপী লীলা জজ্ঞানুষ্ঠানের দ্বিতীয় দিন আজ

শুভ কুন্ডু, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮দিন ব্যাপী লীলা জজ্ঞানুষ্ঠানের দ্বিতীয় দিন আজ

বগুড়ার শেরপুরে যুগ যুগ ধরে হয়ে আসা শ্রী শ্রী রাধা-কৃষ্ণের লীলা জজ্ঞানুষ্ঠানের ২৯তম অধিবেশনের শুভ সূচনা হয়েছে। গত বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) রাত্রি ১২ টা ১ মিনিটে মঙ্গল প্রদ্বীপ প্রজ¦লনের মধ্যদিয়ে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মাধ্যমে ৬৪ প্রহর (৮দিন) ব্যাপী লীলা জজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রতিবারের মতো শেরপুরের পৌর শহরের স্যান্যাল পাড়ার শ্রী শ্রী কালাচাঁদ মন্দির অঙ্গনে এই লীলা জজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোনা যায়, ঘোর কালির অমানিশায় কঠোর যন্ত্রনায় জগৎ জীবন সংসার যখন সর্বগ্রাসী অধর্মের করাল কষাঘাতে নিমজ্জিত ঠিক তখনই জীবকে উদ্ধারের জন্য যুগশ্রেষ্ট তারকব্রহ্ম নাম নিয়ে স্বয়ং ভগবান মর্তে নেমে এসে পাপাচ্ছন্ন জীবের উদ্ধারের মানসে দ্বারে দ্বারে মহানাম সুধা বিতরণ করেছিলেন।

তারই আলোকে এই ৬৪ প্রহর ব্যাপী রাধা-কৃষ্ণের লীলা জজ্ঞানুষ্ঠানের আয়োজন করে আসছে শেরপুরের গোবিন্দ কাঙ্গাল ভক্ত বৃন্দ। এই লীলা জজ্ঞানুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন সিরাজগঞ্জ, দুপচাঁচিয়া, যশোর, নওগাঁ, সাতক্ষীরা, বগুড়া এবং ভারতের ২৪পরগণা এলাকা থেকে আসা সুনামধন্য কীর্তনীয়ারা। তাইতো এই লীলা জজ্ঞানুষ্ঠানে পূন্য লাভের আশায় ও মন পবিত্র করতে বিভিন্ন যায়গা থেকে ছুটে আসা ভক্তবৃন্দ দলে দলে উপস্থিত হয়ে কীর্তন শ্রবন করেন। আর এই লীলা কীর্তনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার ভ্রাম্যমান ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দোকান দিয়ে বসেছেন।

যেখানে বিভিন্ ধরনের ধর্মীয় বই-পুস্তক সহ ছোটদের খেলনা, চুরি, ফিতা, হরেক রকমের আচার, চা, পান, ফুচকা, বাদাম, ঝিলাপি সব ধরনের দোকান যেন পুরো এলাকা মেলায় পরিনত হয়েছে। অন্যদিকে যেকোনো অপ্রিতিকর ঘটনা এরাতে সার্বক্ষনিক পুলিশের উপস্থিতি রয়েছে এবং সিসি ক্যামেরার অন্তভুক্ত করা হয়েছে পুরো এলাকা। জানা গেছে, আগামী ১৩সেপ্টেম্বর শুক্রবার এই লীলা কীর্তন যজ্ঞানূষ্ঠান শেষ হবে।

 

উপরে