প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৩৬
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন
শুভ আহ্বায়ক অপু যুগ্ম আহ্বায়ক
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে উজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ ও সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু সহ উপস্থিত সকলের সম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত গৃহিত হয়, এ সময় ১৭ সদস্য বিশিষ্ট উক্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে সাংবাদিক শুভ কুন্ডু ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দেবাশীষ ঘোষ অপুকে মনোনিত করা হয়।