প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৩

রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের সাথে সাবেক এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার
রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের সাথে সাবেক এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়

গাইবান্ধার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় ঘোড়াঘাট রোড থানা মসজিদ সংলগ্ন রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এসে কর্মরত সাংবাদিকদের সাথে গোবিন্দগঞ্জ উপজেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আর্থ-সামাজিক ও সাংবাদিকদের করনীয় বিষর্য়ে উপর আলোকপাত করে মতবিনিময় করেন সাবেক এই জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। 

রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত , কার্য নির্বাহী সদস্য নুর আলম আকন্দ, সাধারণ সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায় জীবু বাবু, রফিকুল ইসলাম মন্ডল, সাইদুল ইসলাম, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান ও মুর্শিদা আক্তার সুইটি প্রমূখ।

 

উপরে