প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০ ২২:৪৩

তাড়াশে অসহাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন

মনিরুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
তাড়াশে অসহাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন

করোনা ভাইরাসের সংক্রম ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুস্থ ও অসহায়দের ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের নারী সদস্য হোসনেয়ারা পারভীন লাভলী।

শুক্রবার সকালে উপজেলার টিএনটি মোড়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের বরাদ্দকৃত ২০০ জন দুস্থ ও অসহায় মানুষদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের নারী সদস্য হোসনেয়ারা পারভীন লাভলী বলেন, সামাজিক দুরুত্ব বজায় রেখে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা মেহনতি হতদরিদ্রদের পাশে আছি ,থাকবো। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবন, চিনি, সাবান ও তেল।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে