প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৮

সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

নীলফামারী জেলা সংবাদদাতাঃ
সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

নীলফামারীর সৈয়দপুরে মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে শিশু আব্দুল্লাহ (৬)। আজ বুধবার সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালার ভিটার লংকা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ একই এলাকার সোহেল ইসলামের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, উল্লেখিত সময় আব্দুল্লাহ রাস্তার পাশে খেলা করছিল। এ সময় ট্রলি চালক জমিতে মাটি ফেলে রাস্তায় উঠার সময় পিছনে থাকা শিশু আব্দুল্লাহকে চাপায় দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, "আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।"

উপরে