তাড়াশে ভুমি সেবা সার্ভার একমাস ধরে বন্ধ

সিরাজগঞ্জের তাড়াশে নামজারির আবেদন, প্রতিবেদন প্রেরণ ও ভূমি উন্নয়ন কর প্রদানের সার্ভার এক মাস ধরে বন্ধ রয়েছে। ফলে উপজেলার শতশত সেবা প্রত্যাশী এ সকল ভূমি সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন। ভূমি মন্ত্রনালয় সার্ভার উন্নয়নের নামে তা বন্ধ রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েরেছ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলার মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা সেলিম আহম্মেদ শাহিন বলেন, গত ২৬ নভেম্বর থেকে অদ্যবধি পর্যন্ত ভূমি মন্ত্রনালয়ের সার্ভার বন্ধ রয়েছে। ফলে নামজারির আবেদন, নামজারির প্রতিবেদন প্রেরণ ও ভূমি উন্নয়ন কর গ্রহনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। আর এ অবস্থা শুধু তাড়াশ উপজেলায় নয়, সারা দেশে। তাড়াশ সদর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর
দিতে আসা মাধবপুর গ্রামের দবির উদ্দিন জানান, ভূমি রেজিস্ট্রী করার জন্য ভূমি উন্নয়ন করের দাখিলা প্রয়োজন। কিন্তু সার্ভার বন্ধ থাকায় তা নিতে পারছি না। ফলে একান্ত প্রয়োজনে জমি বিক্রি করাও সম্ভব হচ্ছে না। অন্য দিকে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে নামজারির সেবা নিতে আসা এরশাদ আলী জানান, দলিল মূলে মালিকানা সম্পত্তি নামজারি ছাড়া ক্রয়- বিক্রয় হয় না। মেয়ের বিয়ের জন্য এক মাস আগে জমি বিক্রির বায়না নিলেও সার্ভার জটিলতায় নামজারি না পেয়ে জমি বিক্রি করতে পারছি না।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)'র দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, বিষয়টি ভূমি মন্ত্রনালয়ের নিয়ন্ত্রনাধীন। তবে আশা করছি খুব শীঘ্রই সার্ভার জটিলতার সমাধান হয়ে উক্ত ভূমি সেবা চালু হবে এবং সেবা প্রত্যাশীদের ভোগান্তির অবসান ঘটবে।