প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ ০০:৫৫

সিরাজগঞ্জে র‌্যাব-১২'র অভিযানে ৯২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চলনবিল, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জে র‌্যাব-১২'র অভিযানে ৯২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে র‌্যাব-১২'র সদস্যদের মাদকবিরোধী অভিযানে ৯২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজাসহ দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন:

 

মোঃ আব্দুল বাছির (২০), পিতা: মোঃ দুরুল হুদা, সাং: কালিগঞ্জ বউ বাজার, পো: বিনোদপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

মোঃ রিপন আলী (৩২), পিতা: মোঃ গোলাম মর্তুজা, সাং: চামাগ্রাম, পো: বারোঘরিয়া, থানা: সদর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। রিপন এই চালানের ড্রাইভার হিসেবে কাজ করছিলেন।

র‌্যাব-১২ সদর কোম্পানির সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ উসমান গণি শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপরে