প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ০০:৩০

ধামইরহাট সীমান্তে ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার

উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ
ধামইরহাট সীমান্তে ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী চকিলাম গ্রামে এ অভিযান চালানো হয়।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন (পিবিজিএম, পিবিজিএমএস) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চকিলাম বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল মমিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬৫/১-এস এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত এলাকার মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

লে. কর্নেল ইকবাল হোসেন জানান, সীমান্ত এলাকায় গরু, মাদক পাচার, অবৈধ পারাপার ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

উপরে