প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ০০:৩৯

খোলা তালাকের আনন্দে ১০ লিটার দুধ দিয়ে গোসল যুবকের

নাজমুল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুরঃ
খোলা তালাকের আনন্দে ১০ লিটার দুধ দিয়ে গোসল যুবকের

দাম্পত্য কলহে বিবাহবিচ্ছেদের পর মানসিক প্রশান্তি পেতে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন মো. সোহাগ ইসলাম নামে এক যুবক। অদ্ভুত এ ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায়।

জানা যায়, সোহাগ ইসলাম আব্দুর রহিমের ছেলে। দুই বছর আগে এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। তাদের কোনো সন্তানও হয়নি।

গত রোববার (২০ এপ্রিল) বিকেলে সোহাগ নিজ উদ্যোগে দুধ দিয়ে গোসল করেন। তিনি বলেন, "দাম্পত্য জীবনে আমাদের মাঝে কোনো মিল ছিল না। অবশেষে তালাক হয়ে যাওয়ায় আমি খুশি। স্ত্রীর পাপ মোচনের জন্যই এই দুধ দিয়ে গোসল করেছি।"

এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

উপরে