প্রকাশিত : ১৬ মে, ২০২৫ ১৬:৪৯

জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহে বগুড়ায় ওয়াইআরসি'র সচেতনতামূলক ক্যাম্পেইন

ষ্টাফ রিপোর্টার
জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহে বগুড়ায় ওয়াইআরসি'র সচেতনতামূলক ক্যাম্পেইন
জাতিসংঘের সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বগুড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ গতিরোধক ও জেব্রা ক্রসিং অংকন করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। বৃহস্পতিবার মধ্যরাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে সচেতনতামূলক এই ক্যাম্পেইনের শুরু হয়। পরবর্তীতে রং তুলির আঁচড়ে শহরের আরো বেশ কয়েকটি মিশে যাওয়া জেব্রা ক্রসিং ও গতিরোধক নতুন করে অংকন করেন ওয়াইআরসি'র সদস্যরা। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এসিআই মটরস (ইয়ামাহা) এর সিনিয়র টেরিটোরি অফিসার সাইফুল হাসান সাইফ, উত্তরা বাইক সেন্টার বগুড়ার পরিবেশক আবু মোত্তালেব মানিকসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব বগুড়ার সদস্যরা। আয়োজকরা জানান, প্রতিনিয়ত সড়কে চলা হাজার হাজার যানবাহনের চাপে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর গতিরোধক ও জেব্রা ক্রসিংগুলো একপ্রকার মিশেই গেছে। অনেক সময় চালকেরা যা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হন। ইয়ামাহা রাইডার্স ক্লাব বগুড়ার উদ্যোগে তাই নতুন করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর গতিরোধক ও জেব্রা ক্রসিং অংকনের উদ্যোগ নেয়া হয়েছিলো যা সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আরো জানান, এসিআই মটরস ও ইয়ামাহা পরিবার প্রতিটি গ্রাহককে তাদের সদস্য বিবেচনা করেন। এছাড়াও তারা চালকদের সুরক্ষা সর্বপ্রথম গুরুত্ব দেন যে লক্ষ্যে নিরাপদ সড়ক নিশ্চিতে তারা প্রথমেই সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উপরে