প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০০:০৪

পাবনার নিমাইচড়া ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন মিটিং ও কমিটি গঠন সম্পন্ন

পাবনা সংবাদদাতাঃ
পাবনার নিমাইচড়া ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন মিটিং ও কমিটি গঠন সম্পন্ন
বেসরকারী উন্নয়ন সংস্থা বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা  সিভিক এনগেজমেন্ট ফান্ডঃ এম্পায়ারহার প্রজেক্টের উদ্যোগে পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন মিটিং ইউনিয়ন পরিষদ সভা কক্ষে   ২৫ মে অনুষ্ঠিত হয়। মিটিংয়ে  সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালত প্রধান আলহাজ্ব জিল্লুর রহমান। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক চাটমোহর শাখা ব্যবস্থাপক ও ইউনিয়ন পরিষদের প্রশাসক খলিলুর রহমান এবং সচিব মো: আওয়াল হোসেন উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী। 
বক্তব্য রাখেন উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা শফিউল আলম, শিক্ষক আব্দুল খালেক, ইউপি সদস্য মোঃ নায়েব আলী, ইউপি সদস্য মোঃ জাবেদ আলী প্রমুখ।
সভায় ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধি নারী পুরুষেরা উপস্থিত ছিলেন।   সভায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পাওয়ার হার প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে কাজ করার জন্য ৩০ সদস্য বিশিষ্ট নিমাইচড়া  ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে কেয়া খাতুনকে সভাপতি,  আবু সাঈদকে সহসভাপতি, সম্পাদক মিরা খাতুনকে সম্পাদক, সোনিয়া চৌধুরীকে সহসম্পাদক ও
খুশি খাতুনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩০ সদস্যসের কমিটি গঠন করা হয়। উপজেলা ফ্যাসিলিলেটর মোঃ জাহাঙ্গীর আলম মিটিং সফল করার জন্য সকল দায়িত্ব পালন করেন। সভায় উপস্থিত সকলে এই কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রজেক্টটি যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
কমিটির নব নির্বাচিতরা প্রতিটি গ্রামের পাড়ায় মহল্লায় নারীর ক্ষমতায়ন বিষয়ে  সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে এবং বাল্য বিয়ে বন্ধে কাজ করবেন বলে জানান।
উপরে