ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৫ মে ২০২৫) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা নূরে আলম বেলজার রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল আলম মন্ডল
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান
লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাফতুন আহম্মেদ
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ
সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন
ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত
যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামানসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান পূর্বে প্রধান অতিথিকে বিদ্যালয় ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদ্যালয়টির সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।