প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০০:১৬

রায়গঞ্জের ডুমরাই গ্রামে এক রাতে ৮ গরু ও ২ মহিষ চুরি

উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
রায়গঞ্জের ডুমরাই গ্রামে এক রাতে ৮ গরু ও ২ মহিষ চুরি
সিরাজগঞ্জ রায়গঞ্জের মানচিত্র। ছবি- Wikipedia

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই মধ্যপাড়া গ্রামে এক রাতে কৃষকের দুটি মহিষসহ মোট আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, ডুমরাই গ্রামের কৃষক মো. কাদের মির্জার গোয়ালঘর থেকে পাঁচটি গরু ও দুটি মহিষ এবং একই গ্রামের অপর কৃষক তালেব মির্জার তিনটি গরু চুরি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী কৃষক ও গরু ব্যবসায়ী মো. কাদের মির্জা বলেন, "আমার ও আমার ভাইয়ের প্রায় ১৫ লক্ষ টাকার গরু ও মহিষ চুরি হয়েছে। আমি কৃষি কাজের পাশাপাশি দুই ঈদে গরু কিনে ঢাকায় বিক্রি করি। এসব গরু ছিল আমার একমাত্র ব্যবসায়িক পুঁজি। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।"

তিনি আরও জানান, এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “গরু চুরির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপরে