প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০০:৩২

“আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না”— নীলফামারীতে এনসিপি নেতা সারজিস আলম

নীলফামারী জেলা সংবাদদাতাঃ
“আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না”— নীলফামারীতে এনসিপি নেতা সারজিস আলম
ছবি- সংবাদদাতা

আওয়ামী লীগের আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই— এমন মন্তব্য করেছেন ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আওয়ামী লীগ কেবলমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই ফিরে আসবে।”

সোমবার (২৬ মে) নীলফামারী জেলার ছয় উপজেলার সফরের অংশ হিসেবে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, “বর্তমান সরকার গণ-আন্দোলনের প্রতিনিধিত্ব করছে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। দলগুলোর পরামর্শক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে। তবে নির্বাচন দেওয়ার আগে বিচার এবং ব্যবস্থাগত সংস্কার নিশ্চিত করা প্রয়োজন।”

তিনি আরো বলেন, “পূর্বে দেখা গেছে, অনেক সংসদ সদস্য মনোনয়ন কেনার মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের সেবা না করে দলীয় নেতাদের খুশি করতে সময় ব্যয় করতেন। তারা নির্বাচনের সময় জনগণের পকেটে ৫০০–১০০০ টাকা ঢুকিয়ে ভোট নিতো, পরে সেই জনগণের কাছ থেকেই সুযোগ-সুবিধার নামে হাজার হাজার টাকা নিয়ে যেতো।”

তিনি রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের বিরুদ্ধে সতর্ক করে বলেন, “পূর্বতন সরকার যে ভাষায় কথা বলত, এখন কিছু রাজনৈতিক দলের নেতারাও একই ভাষায় কথা বলছেন। এটা গ্রহণযোগ্য নয়। তরুণ প্রজন্ম এই সংস্কৃতি আর মেনে নেবে না।”

নারী সমাজকে জাতির অর্ধাংশ হিসেবে উল্লেখ করে তিনি সৎ ও যোগ্য প্রার্থীদের প্রতি তাদের সমর্থনের আহ্বান জানান। একইসঙ্গে সরকারি দপ্তরসমূহে দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ— সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

সভা শেষে সারজিস আলম বৃষ্টির মধ্যেই শহরে গণসংযোগে অংশ নেন।

উপরে