প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০০:৩৪

সৈয়দপুরে বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্ল্যাটফর্ম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী জেলা সংবাদদাতাঃ
সৈয়দপুরে বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্ল্যাটফর্ম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে “স্থানীয় বিনিয়োগ উন্নয়ন ও ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে সেবা অন্তর্ভুক্তি” বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনারের অতিরিক্ত (সার্বিক) দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব মো. আব্দুল মোতালেব সরকার।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডা’র মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।
এছাড়াও আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সৈয়দপুর বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুল মুনতাকিম এবং থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সৈয়দপুরে বিডা’র এই কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ। ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বচ্ছ, দ্রুত ও সহজ সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।

উপরে