প্রকাশিত : ২৮ মে, ২০২৫ ০০:৩৮

বদলগাছীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা সংবাদদাতা, বদলগাছী, নওগাঁঃ
বদলগাছীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি- সংবাদদাতা

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামে পুকুরে ডুবে আরিফ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরিফ কোলা ইউনিয়নের বাসিন্দা মামুন হোসেনের ছেলে এবং ঝাড়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে আরিফ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অপর শিশু সোনিয়া ঘটনাটি দ্রুত আরিফের চাচা কালু মণ্ডলকে জানায়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে পুকুর থেকে আরিফকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

উপরে