প্রকাশিত : ২৮ মে, ২০২৫ ০০:৪১

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ঈদের ছুটি বিন্যাসের দাবি যাত্রী কল্যাণ সমিতির

খবর বিজ্ঞপ্তিঃ
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ঈদের ছুটি বিন্যাসের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঈদুল আজহার স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের ছুটি ঈদের আগে বাড়িয়ে ৩ ও ৪ জুন ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদুল ফিতরের মতো ধাপে ধাপে বাড়ি ফেরার সুযোগ দিতে ঈদের আগেই ছুটি দেওয়া জরুরি।

তিনি জানান, ২০২৫ সালের ঈদুল ফিতরে ৪ দিনের লম্বা ছুটি, পরিবহন খাতের অনিয়ম রোধ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার কারণে দুর্ঘটনা, প্রাণহানি ও ভোগান্তি উল্লেখযোগ্য হারে কমেছিল। তাই আগামী ঈদুল আজহায়ও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনটি পর্যবেক্ষণ করে জানায়, এবারের ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। বর্তমানে ঈদের ছুটি ৫ থেকে ১৪ জুন পর্যন্ত নির্ধারিত থাকায় ঈদের আগে মাত্র এক বা দুই দিনের ছুটিতে এত বিশাল জনস্রোত সামলানো সম্ভব নয়।

প্রস্তাবনা:
যাত্রী কল্যাণ সমিতি ছুটির বিন্যাস পরিবর্তন করে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার পাশাপাশি আরও ১১টি সুপারিশ তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে:

ফিটনেসবিহীন যানবাহন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা

জাতীয় মহাসড়কে ব্যাটারি রিকশা ও নসিমন-করিমন বন্ধ

পশুবাহী ট্রাক ও পশুরহাট কেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণ

ঈদের আগে জাতীয় মহাসড়কের নিরাপত্তা অডিট

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর্ণা রায় দাশ, সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল ও অধ্যক্ষ রফিকা আফরোজ।

যাত্রী কল্যাণ সমিতি মনে করে, সরকারের সময়োপযোগী পদক্ষেপই এবারের ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলিত করতে পারে।

উপরে