বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র ইন্দোনেশিয়ায় নির্বাচন | Daily Chandni Bazar বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র ইন্দোনেশিয়ায় নির্বাচন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯ ১৯:৩১
বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র ইন্দোনেশিয়ায় নির্বাচন
অনলাইন ডেস্ক

বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র ইন্দোনেশিয়ায় নির্বাচন

ইন্দোনেশিয়ায় চলছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রচারে নেমেছেন বর্তমান প্রেসিডেন্ট জোকো ইউদোদো। এছাড়া তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মারুফ আমিন তিনিও নেমেছেন প্রচারণায়। মূলত এ দুজনের মধ্যেই মূল লড়াই হবে।

গণতান্ত্রিক দেশ হিসেবে এখনো নজুক অবস্থায় ইন্দোনেশিয়া। ১৯৪৫ সালে নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর পরীক্ষামূলকভাবে স্বল্প সময়ের জন্য প্রতিযোগিতামূলক নির্বাচন হয়।

এরপরই দেশটিকে গ্রাস করে ফেলে চার দশকের স্বৈরাচারী শাসন। গণ-আন্দোলনের তোপে পড়ে ১৯৯৮ সালে দেশটি পুনরায় উন্মুক্ত নির্বাচন পদ্ধতিতে ফিরে যায়। ২০০৪ এবং ২০১৪ সালে দেশটিতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে উল্লেখযোগ্য পরিমাণে ভোটার উপস্থিতি দেখা যায়।

আগামী ১৭ই এপ্রিল বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে ভোট অনুষ্ঠিত হবে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হওয়ায় এ নির্বাচনের দিকে নজর রয়েছে মুসলিম বিশ্বসহ পশ্চিমাদেরও।