
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,মিলাদ মাহফিল ,র্যালীর মধ্য দিয়ে দিনভর বিভিন্ন কর্মসূচী শেষে বিকালে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন,সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানিয়েছেন এবং আগামীতে দেশনেত্রী বেমগ খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামতে হবে।
দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র সভাপতি ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজানুল হাবিব রফিক,সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ,সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিরুনুল ইসলাম,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতা,যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম,থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী রিপন,পৌর ছাত্র দলের নেতা মনির প্রমূখ। সভা শেষে দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীরা একটি র্যালী বেড় করলে তা পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়।