গোবিন্দগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ধানের জমি থেকে যুবক উদ্ধার | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ধানের জমি থেকে যুবক উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪০
গোবিন্দগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ধানের জমি থেকে যুবক উদ্ধার
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে হাত-পা বাধা অবস্থায় ধানের জমি থেকে যুবক উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা ও গলায় রশি বাঁধা অবস্থায় ধানের জমি থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে এলাকা বাসি।জানা গেছে ,গত রবিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের মৃত্যু হায়দার আলী সরকারের পুত্র বিলু মিয়া (৩২) এর সাথে নদু মিয়ার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বিলুকে ডেকে নিয়ে হত্যার উদ্দ্যেশে হাত-পা ও গলায় রশি বেঁধে বেধরক মারপিট করে মৃত্যু নিশ্চিত ভেবে সাউদগাড়ী ব্রীজ নামক স্থানে ধানের জমিতে ফেলে রেখে যায় এক পর্যায়ে বিলুর জ্ঞান ফিরে পেলে তার আত্ন চিৎকারে পথ চারীরা রাতেই তাকে হাত-পা ও গলায় রশি বাঁধা অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেছে বলে পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানা যায়।

বিলুর অভিযোগ তার চাচাতো ভাই রাকিব ও নরুন্নবীদের সাথে জমি জমা নিয়ে বিরোধের জেরেই তারা এ ঘটনা ঘটিয়েছে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি আভিযোগ দায়ের করা হয়েছে বলে ওসি(তদন্ত)আফজাল হোসেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে সোমবার বিকালে উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে এসআই সওকত আলী অভিযান চালিয়ে আনোয়ার হোসেন(৫০)কে গ্রেফতার করেছে ।আটক ব্যক্তি বগুড়া জেলার শিবগঞ্জের বকুল পুর গ্রামের আব্দুর রহমানের পুত্র বলে নিশ্চিত করেছেন।