
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বগুড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি এ প্রতিপাদ্যে এ বছর দিবসটি যথাযথভাবে পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরে র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, বগুড়া সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান, শাজাহানপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফুয়ারা খাতুন, সহকারী তথ্য অফিসার আব্দুর রহিম, সাবিহা আক্তার লাকি সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।