
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করে র্যালি করেছে সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনুর সভাপতিত্বে কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সান্তাহার পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেয় আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা পল্লব, হৃদয়, পিয়াল, রুবেল, রাতুল,ইয়ামিন, খুশবু, জেরিনসহ শতাধিক নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু বলেন, ‘ছাত্রলীগ খুনের রাজনীতি সমর্থন করে না, ছাত্রলীগে কোনও অপরাধীর ঠাঁই নাই। আমরা আবরার হত্যার দ্রুত বিচার চাই।