বগুড়ার রাজা ও ফতেহ আলী বাজার খেলার মাঠ হয়ে এবার বসলো সাতমাথা সড়কে | Daily Chandni Bazar বগুড়ার রাজা ও ফতেহ আলী বাজার খেলার মাঠ হয়ে এবার বসলো সাতমাথা সড়কে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০ ১৯:২৮
বগুড়ার রাজা ও ফতেহ আলী বাজার খেলার মাঠ হয়ে এবার বসলো সাতমাথা সড়কে
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার রাজা ও ফতেহ আলী বাজার খেলার
মাঠ হয়ে এবার বসলো সাতমাথা সড়কে

করোনা ভাইরাস সচেতনতায় বগুড়া শহরের রাজা বাজার ও ফতেহ আলী বাজারে অবস্থিত সকল প্রকার কাঁচামালের দোকান এবার বসলো জেলা শহরের নবাববাড়ি সড়ক হয়ে সাতমাথা সড়কে। নবাববাড়ি সড়কের আইন কলেজ এর সামনে থেকে শুরু হয়ে প্রাণকেন্দ্র সাতমাথা পর্যন্ত এই বাজার বিস্তৃতি করা হচ্ছে। 

সার্কিট হাউস মোড়ে বসবে মাছের বাজার। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মুরগী বিক্রি করার জন্য একজনকে প্রস্তুতি নেয়া হয়েছে। খোকনপার্কের সামনে দিয়ে ফল ও কাঁচা সবজি বসানো হয়েছে। আর পুরো নবাববাড়ি সড়কে আলু, পিঁয়াজ, ঢেড়সসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পসরা দেখা যায়। এর আগে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১৩ এপ্রিল সোমবার সকাল থেকে বাজার দুটি স্থানান্তরিত করা হয়েছিল।

মাঠে বৃষ্টির পানি জমে গেলে পরে বাজারদুটি রাজা বাজারে ও ফতেহ আলী বাজারে ফিরে যায়। এরপর আবার ১৮ এপ্রিল থেকে বাজার দুটি এই সড়কে বসানো হলো।বগুড়া জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, জনসমাগম এড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বাজার বসানো নিশ্চিত করেছেন। এই মাঠে নির্দিষ্ট সীমারেখায় এবং দুরত্ব বজায় রেখে সারি করে সবজি, মাছ, মুরগী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্থায়ী দোকান বসানো হয়। 

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া রাজা বাজার ও ফতেহ আলী বাজারে দোকান সরিয়ে নিতে প্রচার করা হয়। তাতে বলা হয় “সরকারি সিদ্ধান্তে বগুড়ার রাজা বাজার ও ফতেহ আলী বাজারের আশপাশে অবস্থিত সকল খুচরা কাঁচামালের দোকান আর বসবে না। সকল খুচরা ব্যবসায়িকে তাদের কাচামালের দোকান নিয়ে শনিবার সকাল থেকে শহরের নবাববাড়ি সড়কে বসার জন্য বলা হয়েছে।শনিবার সকালে সড়কের উপর বসা বাজারে অনেকেই বাজার করতে আসেন। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বাজার ব্যবস্থাপনার খোঁজ খবর নেন। জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর দেখা যায়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন