চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত | Daily Chandni Bazar চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১১:২৫
চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

চট্টগ্রামের দোহাজারীতে বাসের ধাক্কায় মো. জাহেদ হোসেন (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দোহাজারী কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে কসাইপাড়া এলাকায় কক্সবাজারমুখী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জাগো নিউজকে বলেন, ‘দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে একজন হাসপাতালে আনার পথেই মৃত্যুবরণ করেন। আহত বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

দৈনিক চাঁদনী বাজার  /সাজ্জাদ হোসাইন