
প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৭:১২
অসুস্থ এইচ টি ইমাম সিএমএইচে ভর্তি
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।
তার ছেলে তানভীর ইমাম বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা অসুস্থ। তিনি সিএমএইচে ভর্তি আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৮২ বছর বয়সী এইচ টি ইমাম কিডনি জটিলতায় ভুগছেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাও আছে তার।
এইচ টি ইমাম মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন