
ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. শাহ আলম (৫৩) মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে এ তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহ আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহ আলম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসে করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ডিলারদের কাছে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন