‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের দিনে এমন ঘটনা লজ্জার’ | Daily Chandni Bazar ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের দিনে এমন ঘটনা লজ্জার’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২১ ১৩:৩৯
‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের দিনে এমন ঘটনা লজ্জার’
অনলাইন ডেস্ক

‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনের দিনে এমন ঘটনা লজ্জার’

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর এবং নারীদের শ্লীলতাহানিসহ বর্বোরচিত ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

এ সময় সংগঠনটির সভাপতি দীপংকর শিকদার দীপু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনের দিন এমন ঘটনা দেশের জন্য অত্যন্ত লজ্জার। দেশের হিন্দু সম্প্রদায় মৌলবাদের নির্যাতনের শিকার। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা আর সইতে পারছি না।’

সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, ‘প্রতিনিয়ত সাম্প্রদায়িক হামলা বাংলাদেশকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক করে তুলছে। এসব ঘটনার দ্রুত বিচারসহ প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।’

মুখপাত্র সুমন কুমার রায় বলেন, ‘হিন্দুদের বাড়িঘর, মঠ-মন্দির ভাঙচুর করা এবং দেশত্যাগে ভয়ভীতি দেখানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নিশ্চিতসহ বিভিন্ন স্থানে ধর্মীয় মিথ্যা মামলায় হিন্দু সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠীকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসিয়ে যে চলমান নির্যাতন চলছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।’

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন