
নানা আয়োজন ও কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- ভোরে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ও দুপুরে ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকসজ্জাকরণ, বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হয়। জাতীয় এ দিবস উপলক্ষে সকাল ৬টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৬টা ৪৫ মিনিটে বি ব্লকের নিচে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিএসএমএমইউ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য ও বর্তমানে কমিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিট প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুর আড়াইটায় ধানমন্ডি-৩২-এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়া এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকসজ্জার ব্যবস্থা ও বিএসএমএমইউ হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন