যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের বাসে আগুন | Daily Chandni Bazar যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের বাসে আগুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১ ১১:৪২
যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের বাসে আগুন
অনলাইন ডেস্ক

যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটের দিকে অগ্নিসংযোগের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। আধাঘণ্টার মধ্যেই ওই বাসে লাগা আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে, শনিবার দুপুরে যাত্রাবাড়ী-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন