রাজধানীতে মাদক আইস ও ইয়াবাসহ গ্রেফতার ২ | Daily Chandni Bazar রাজধানীতে মাদক আইস ও ইয়াবাসহ গ্রেফতার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১১:০৩
রাজধানীতে মাদক আইস ও ইয়াবাসহ গ্রেফতার ২
অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদক আইস ও ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১০ গ্রাম মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ২৭০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।
রোববার (২৮ মার্চ) মোহাম্মদপুর থানার সাতমসজিদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৯ মার্চ) র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- মো. ফিরোজ মিয়া (৩৫) ও রকিবুল আলম ওরফে তানিম (৩৪)।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী মোহাম্মদপুর থানার সাতমসজিদ হাউজিং এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় র‌্যাব। এ সময় নিষিদ্ধ মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ক্রিস্টাল মেথ নামক এ নেশা জাতীয় দ্রব্যটি আইস নামে বহুল প্রচলিত। এটি উচ্চ মাত্রার একটি নেশা জাতীয় দ্রব্য যা মালেয়শিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে আসছে। ক্রিস্টাল মেথ মূলত মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে নেশাগ্রস্ত করে। এটি নেশা জাতীয় দ্রব্যের মধ্যে সবচেয়ে ক্ষতিকর।

র‌্যাব আরও জানায়, ১০ দশমিক ২৫ গ্রাম আইসের (ক্রিস্টাল মেথ) বাজারমূল্য প্রায় এক লাখ টাকার বেশি। সাধারণত সমাজের উচ্চ শ্রেণিদের টার্গেট করে বিক্রির জন্য কয়েক বছর ধরে এই ধরনের মাদক অবৈধ পথে চোরাকারবারীরা দেশে নিয়ে আসছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন