জার্মান বিমানবন্দরে গাড়ি নিয়ে ঢুকে পড়লো অস্ত্রধারী, শিশুকে জিম্মি | Daily Chandni Bazar জার্মান বিমানবন্দরে গাড়ি নিয়ে ঢুকে পড়লো অস্ত্রধারী, শিশুকে জিম্মি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৩ ১৫:১১
জার্মান বিমানবন্দরে গাড়ি নিয়ে ঢুকে পড়লো অস্ত্রধারী, শিশুকে জিম্মি
অনলাইন ডেস্ক

জার্মান বিমানবন্দরে গাড়ি নিয়ে ঢুকে পড়লো অস্ত্রধারী, শিশুকে জিম্মি

জার্মানির হামবুর্গ বিমানবন্দরে গাড়ি নিয়ে ঢুকে পড়েছে এক অস্ত্রধারী ব্যক্তি। ওই গাড়িতে একটি শিশুও রয়েছে। এটিকে সন্দেহভাজন জিম্মি পরিস্থিতি হিসেবে দেখছে জার্মান পুলিশ।

কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় সময় শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নিরাপত্তা বেড়া ভেঙে বিমানবন্দরের টারমাকে ঢুকে পড়েন ওই অস্ত্রধারী। তিনি অন্তত দুবার আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়েছেন। এছাড়া আগুন জ্বলতে থাকা কয়েকটি বোতলও গাড়ি থেকে বাইরে ছোড়া হয়েছে।

বিমানবন্দরের যে এলাকায় উড়োজাহাজ দাঁড় করানো থাকে, গাড়িটি নিয়ে সেদিকে চলে যান ওই ব্যক্তি। ওই গাড়িতে এক শিশুসহ অন্তত দুজন আরোহী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সন্দেহভাজন ব্যক্তির স্ত্রী পুলিশের কাছে সম্ভাব্য শিশু অপহরণের অভিযোগ করেছেন। এক বিবৃতিতে জার্মান পুলিশ বলেছে, তাদের বিশ্বাস, এই ঘটনার পেছনে শিশুটির কাস্টোডি নিয়ে দ্বন্দ্বের ভূমিকা থাকতে পারে।

হামবুর্গ পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মীসহ আমরা ঘটনাস্থলে রয়েছিল। আমরা এটিকে সম্ভাব্য জিম্মি দশা হিসেবে দেখছি।

বিশেষ বাহিনীর পাশাপাশি মনস্তত্ত্ববিদ এবং সমঝোতায় বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ অবস্থায় বিমানবন্দরটি দিয়ে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে।

সূত্র: বিবিসি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন