পরিবেশ রক্ষায় জনসচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি | Daily Chandni Bazar পরিবেশ রক্ষায় জনসচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:৪৭
পরিবেশ রক্ষায় জনসচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর

পরিবেশ রক্ষায় জনসচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি

বাংলাদেশের পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ সারা দেশে বাইসাইকেল র‌্যালি শুরু করেছে। তারা ১৫ নভেম্বর ২০২৪ থেকে একটি ৬ সদস্যের দল নিয়ে এই যাত্রা শুরু করেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় থেকে বাইসাইকেলযোগে যাত্রা শুরু করে তারা ফুলবাড়ীতে এসে কিছু সময় বিশ্রাম নেন। ২০১৬ সালের ২৬ আগস্ট কয়লাখনি বিরোধী আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় শহীদ মিনারে গিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এর এডমিন শামীম মাশুক আলম। তিনি বলেন, “বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। সাধারণ জনগণকে সচেতন হতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে, কোথাও পলিথিন ফেলে রাখা যাবে না এবং পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমরা বাইসাইকেল র‌্যালির মাধ্যমে ৬৪ জেলা প্রদক্ষিণ শুরু করেছি।”

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম নুরুজ্জামান আব্দুল্লাহ, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশের বোরহান উদ্দীন, অর্নব কুমার রায়, মং মিউনাই। ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং সাংবাদিক মেহেদী হাসান সৌরভও উপস্থিত ছিলেন।