
বগুড়া জেলার সদর থানাধীন চাঞ্চল্যকর রানা পাইকাড়কে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী মোঃ মজিদ ফকির (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত আসামী বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত মংলা ফকির এর পুত্র , সে দীর্ঘদিন পলাতক থাকার পর নন্দীগ্রাম থানাধীন দেওগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।। র্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় রোববার বিাগত রাত ০২.৪০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তর (ইন্টঃ উইং) এর সহায়তায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার আভিযানিক দল বগুড়া জেলার নন্দীগ্রাম থানাথীন দেওগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য গত ৫ই আগষ্ট সরকার পতনের দিনে বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বেআইনি জনতা দলবদ্ধ হইয়া গুরুতর জখম করতঃ চাঞ্চল্যকর রানা পাইকাড়কে নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়।