বগুড়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন | Daily Chandni Bazar বগুড়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৫ ০১:০৬
বগুড়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন

বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে জেলা রোভার কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা বক্তব্য রাখেন জেলা রোভার এর কমিশনার মোঃ সাইদুজ্জামান । ছবি- বিজ্ঞপ্তির

“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল জেলা রোভার স্কাউটসের উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা রোভার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার মোঃ সাইদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক মোঃ আতিকুল আলম, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, স্কাউটার সৈয়দ মোস্তফা কামাল, আরএসএল প্রতিনিধি রায়হান তালুকদার রানা, জেলা রোভার স্কাউট লিডার হারুন অর রশিদ, স্কাউটার নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ এমদাদুল হক, আরিফুর রেজা, রেদওয়ান ইবনে কাফি এবং শামিমা আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিট থেকে আগত রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরাও অংশগ্রহণ করেন। আলোচনা সভায় স্কাউট আন্দোলনের আদর্শ, মূল্যবোধ এবং সমাজে যুব সমাজের গঠনমূলক ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।