নওগাঁয় নাশকতার মামলায় আ.লীগ নেতা মতিন গ্রেপ্তার | Daily Chandni Bazar নওগাঁয় নাশকতার মামলায় আ.লীগ নেতা মতিন গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ০০:৪৯
নওগাঁয় নাশকতার মামলায় আ.লীগ নেতা মতিন গ্রেপ্তার
মো. ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ:

নওগাঁয় নাশকতার মামলায় আ.লীগ নেতা মতিন গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন দেওয়ান (৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শালবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।

আব্দুল মতিন দেওয়ান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন দেওয়ানের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার ওসির নির্দেশে এসআই চাঁদ আলীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতা সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তারের আদেশ ছিল।

ওসি হাবিবুর রহমান বলেন, “আসামিকে সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


আপনি চাইলে এই প্রতিবেদনের সংক্ষিপ্ত সোশ্যাল মিডিয়া পোস্ট বা ভিডিও রিপোর্ট স্ক্রিপ্ট করে দিতে পারি। দরকার হলে জানিয়ে দিন!