ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত | Daily Chandni Bazar ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০০:৪১
ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত
উপজেলা সংবাদদাতা, ঘোড়াঘাট, দিনাজপুরঃ

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি যাত্রীবাহী বাস অটোভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটে সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুহাটি চারমাথা মোড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্বীন ইসলাম পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৭০৩) একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে ভর্তি থাকা ৯ জনের মধ্যে সোনা মিয়া নামে একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। এছাড়া ৪ জনকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ১১ জন পার্শ্ববর্তী ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
অটোভ্যান চালক হারুনুর রশিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান, দুর্ঘটনায় পড়া বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।