
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃতুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, কৃতুনিয়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে সায়েদ মিয়া প্রাং এর সঙ্গে একই গ্রামের আনারুল ও জাকিরুলের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৩ মে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে আনারুল ও জাকিরুলের নেতৃত্বে ৮–১০ জন সশস্ত্র ব্যক্তি সায়েদ মিয়ার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করার পাশাপাশি সায়েদ মিয়ার ছেলে সজিবকে বেধড়ক মারধর করে। সায়েদের স্ত্রী সাজিনা বেগম বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় এবং শ্লীলতাহানির শিকার হন তিনি।
এ সময় হামলাকারীরা ঘরের বাক্স ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং ওয়ারড্রোব থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়া কোয়েল পাখির খামার ভেঙে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সায়েদ মিয়া প্রাং ২৫ মে গাবতলী থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।