
নাটোরের বড়াইগ্রামের বাগডোব গড়িলা বিলে মাটি চাপা পড়ে মোস্তাকিম আহমেদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে সাকিব হোসেন (১২) নামে আরেক শিশু।
নিহত মোস্তাকিম খাকসা দক্ষিণপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং আহত সাকিব একই এলাকার আবু তাহেরের ছেলে।
সোমবার (২৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাগডোব গড়িলা বিলে কাবিখা প্রকল্পের আওতায় কাঁচা রাস্তা মেরামতের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। বৃষ্টির কারণে রাস্তার পাশের গর্তের মাটি নরম হয়ে যাওয়ায় খেলা করা অবস্থায় দুই শিশু হঠাৎ করে মাটির চাপায় পড়ে যায়।
এ সময় সাকিবের মাথা বাইরে থাকায় স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী মাটি সরিয়ে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"