সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত, দর্শনার্থীদের প্রবেশ বন্ধ | Daily Chandni Bazar সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত, দর্শনার্থীদের প্রবেশ বন্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০১:৪৯
সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত, দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত, দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ মিছিল করেছেন কর্মচারীরা। গতকাল দুপুর পৌনে ১২টায়। ছবি: দীপু মালাকার/প্রথম আলো হতে সংগৃহিত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ ও মিছিল তিন দিন ধরে অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবারও তারা মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সচিবালয়, যমুনা ও আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থীর প্রবেশও বন্ধ থাকবে।

কর্মচারী নেতারা এই অধ্যাদেশকে ‘কালো আইন’ হিসেবে আখ্যায়িত করে এর পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আন্দোলন চলাকালীন সচিবালয়ের বিভিন্ন ফটক কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’-এর নেতৃত্বে কর্মচারীরা আজ সকাল ১০টায় মিছিল নিয়ে সচিবালয় চত্বরের বাদামতলায় সমবেত হওয়ার ডাক দিয়েছেন। দেশের অন্যান্য সরকারি কর্মচারীরাও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে আজ এবং আগামীকাল কলমবিরতি কর্মসূচি পালন করবেন। তবে জরুরি সেবা কার্যক্রম এতে ব্যাহত হবে না।