প্রকাশিত : ২৬ মে, ২০২৫ ০১:২৯

গাজার ৭৭% ভূখণ্ড দখল করেছে ইসরায়েল: হামাসের দাবি

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
গাজার ৭৭% ভূখণ্ড দখল করেছে ইসরায়েল: হামাসের দাবি

ইসরায়েলি সেনারা গাজা ভূখণ্ডের ৭৭ শতাংশ এরই মধ্যে দখল করে নিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

রোববার (২৫ মে) হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থলসেনা দিয়ে, স্থানান্তরের নির্দেশ দিয়ে এবং বোমা হামলার মাধ্যমে সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে ইসরায়েল গাজার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‌‌‌“ইসরায়েল একদিকে সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে মানুষজনকে গাজা ছাড়তে বাধ্য করছে—এই দুই কৌশলে ধাপে ধাপে ভূখণ্ড দখল করছে তারা।”

একইদিন হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী জানায়, গাজার বিভিন্ন অঞ্চলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বোমা হামলা, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং চোরাগোপ্তা অভিযান চালিয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন এক সাংবাদিক এবং উদ্ধারকারী দলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য অঞ্চলের নুসেইরাতে এ হামলা চালানো হয়।
জাবালিয়ায় বিমান হামলায় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ারদা ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। ইসরায়েলি বোমা সরাসরি গিয়ে পড়ে তার বাড়ির ওপর।

হামাস পরিচালিত গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
অন্যদিকে, নুসেইরাত এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় উদ্ধারকারী দলের কর্মকর্তা আশরাফ আবু নর এবং তার স্ত্রী নিহত হয়েছেন।

তবে এই হামলা নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালায়। এতে প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং দুই শতাধিককে জিম্মি করে নেওয়া হয়। এর পর থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
যুদ্ধ থামাতে কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় চলতি বছরের জানুয়ারিতে একবার যুদ্ধবিরতি হয়েছিল। তবে হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের মুক্তি সংক্রান্ত অচলাবস্থার জেরে সেই যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ফের গাজায় পূর্ণমাত্রায় হামলা শুরু করে ইসরায়েল।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স 

উপরে