প্রকাশিত : ২৭ মে, ২০২৫ ০১:৪৬

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পেয়েছে হামাস, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আশার সুর

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পেয়েছে হামাস, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আশার সুর

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। হামাস এতে সম্মতি জানিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে ইসরাইলের সঙ্গে চলমান সংঘর্ষ শেষ হওয়ার পথ খুলে যেতে পারে।

প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের কাছে পৌঁছেছে। এতে ৭০ দিনের যুদ্ধবিরতি এবং ইসরাইলের আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, প্রস্তাবে হামাস দুই ধাপে ইসরাইলের ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার এবং ৭০ দিনের যুদ্ধবিরতির শর্ত রয়েছে। এছাড়া ইসরাইলও বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে অনেকেই দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছেন।

ইসরাইলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আন্তসীমান্ত হামলায় ইসরাইলের হিসাব মতে ১,২০০ জন নিহত ও ২৫১ জনকে গাজায় অপহরণ করা হয়। এর পর থেকে ইসরাইল গাজায় স্থল ও আকাশপথে সামরিক অভিযান চালাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উপত্যকাটি ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

হামাস জানিয়েছে, যদি ইসরাইল গাজা থেকে সম্পূর্ণ সরে যায়, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অপহৃত বাকি সব জিম্মিকে মুক্তি দিতে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত।

অপর দিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে, তবে হামাস নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

বিশ্ব সম্প্রদায়ের কাছে চলমান এই সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের আকাঙ্ক্ষা দিন দিন বেড়ে চলছে।

 
উপরে