প্রকাশিত : ১৪ মার্চ, ২০২১ ১৫:৩৩
ভেঙে পড়ল এক্সপ্রেসওয়ের গার্ডার, চীনা নাগরিকসহ আহত ৪
অনলাইন ডেস্ক

রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৪ মার্চ) সকাল ১০টার পর এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আমরা খবর পেয়েছি গার্ডার ভেঙে চারজন আহত হয়েছেন। বর্তমানে তাদের কী অবস্থা তা বিস্তারিত বলতে পারছি না।
এদিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দুজন চীনা নাগরিক রয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন