প্রকাশিত : ৩ জুলাই, ২০২৫ ০১:৪৫

নেদারল্যান্ডস এম্ব্যাসি বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন এর উচ্চ পর্যায়ের পরিদর্শন, কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন

খবর বিজ্ঞপ্তিঃ
নেদারল্যান্ডস এম্ব্যাসি বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন এর উচ্চ পর্যায়ের পরিদর্শন, কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন
ছবি বিজ্ঞপ্তির।

গত ২৬ জুন ২০২৫ তারিখে নেদারল্যান্ডস এম্ব্যাসি বাংলাদেশ এর সম্মানিত ডেপুটি চীফ অব মিশন এবং হেড অব ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন মিঃ থাইজ উডষ্ট্রা, ফাইন্যান্স এডভাইজার মিঃ বার্ট ইছিং, সিনিয়র পলিসি এডভাইজার-জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটি মিস মাশফিকা জামান সাটিয়ার, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সম্মানিত বাংলাদেশ কান্ট্রি ডাইরেক্টর মিঃ সুমন সেনগুপ্ত, ডাইরেক্টর-ফুড সিকিউরিটি ও চাইল্ড প্রোটেকশন মিস তানিয়া শারমিন, প্রোগ্রাম ম্যানেজার মিস সাবেরা ইয়াসমিন, সিকিউরিটি ম্যানেজার মিঃ জাকারিয়া, এবং কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থার (কঘটঝ) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লতিফা ইয়াছমিন লাভলী সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, নেদারল্যান্ডস এম্ব্যাসির উঁচু পর্যায়ের টিম কঘটঝ এর নারী দল ও কিশোরী দলের সাথে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় করেন। তাঁরা ২ জন নারী সদস্য কর্তৃক পরিচালিত ছাগল পালন ও গাভী পালনসহ নানা আয়বৃদ্ধিমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন।

এছাড়া, কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডেশন অফিস বগুড়ায় পরিদর্শনসহ সংস্থার বিভিন্ন উন্নয়ন বিষয়ক পরিকল্পনা ও পলিসি সংক্রান্ত আলোচনা হয়।

সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সহায়তা

সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ গত সেপ্টেম্বর ২০২৪ থেকে "সোচ্চার" কার্যক্রমের আওতায় কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থার সক্ষমতা যাচাই এবং সংস্থার সক্ষমতা উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।

এ উপলক্ষে কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক লতিফা ইয়াছমিন লাভলী নেদারল্যান্ডস এম্ব্যাসির সম্মানিত ডেপুটি চীফ অব মিশন এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সম্মানিত কান্ট্রি ডাইরেক্টরসহ সকলকে গাইবান্ধা ও বগুড়ায় কার্যক্রম পরিদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি গোবিন্দগঞ্জ উপজেলায় আগমনের সময় ডাক-বাংলা বরাদ্দসহ কার্যক্রম পরিদর্শনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব ইয়াছমিন সুলতানা কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপরে