প্রকাশিত : ৫ জুলাই, ২০২৫ ২১:০০

জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে: বাঁধাদানকারীরা মুজিববাদের পাহারাদার- বগুড়ায় নাহিদ ইসলাম

সঞ্জু রায়, বগুড়া:
জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে: বাঁধাদানকারীরা মুজিববাদের পাহারাদার- বগুড়ায় নাহিদ ইসলাম

“জুলাই কোনো আবেগের বিষয় নয়, এটি বাংলাদেশের ছাত্র-জনতার রাজনৈতিক গন্তব্য ও ইশতেহার”—বগুড়ায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন ন্যাশনাল কনসেনসাস ফর পিপলস (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন নানা টালবাহানা চলছে। যারা এটি প্রশ্নবিদ্ধ করছে, তারা মূলত মুজিববাদের পাহারাদার। আমরা স্পষ্ট করে জানাতে চাই, এই ঘোষণাপত্র নতুন সংবিধানে যুক্ত হবেই এবং আগামীর বাংলাদেশ জুলাইয়ের পথেই পরিচালিত হবে।”

শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

“জনগণের ভোটেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ”

নাহিদ ইসলাম আরও বলেন, “বাংলাদেশের নির্বাচন ও রাজনীতি বাইরের কারও ইশারায় নয়, এই দেশের জনগণের ভোটেই নির্ধারিত হবে। বিগত ১৬ বছরে তথাকথিত উন্নয়নের নামে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বৈষম্য সৃষ্টি হয়েছে, যার সবচেয়ে বড় শিকার বগুড়া জেলা।”

তিনি বলেন, “এক সময় বগুড়ার নাম শুনলে উন্নয়ন তো দূরে থাক, সরকারি চাকরি পাওয়া পর্যন্ত দুঃস্বপ্ন ছিল। এখন সেই বৈষম্য দূর করে, সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।”

আন্দোলনের শহীদদের পরিবারকে সম্মান, আহতদের পুনর্বাসনের দাবি

পথসভায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “আন্দোলনে নিহতদের যথাযথ বিচার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত না করে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
এর আগে একই দিনে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বনানী পর্যটন মোটেলের অডিটোরিয়ামে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। আবেগঘন সেই অনুষ্ঠানে অনেক পরিবার তাদের কষ্টের কথা জানালে নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দেন, “এই বাংলার মাটিতেই সকল অপরাধীর বিচার হবে।”

বৃষ্টিকে উপেক্ষা করে পদযাত্রা, কর্মসূচি ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলায়

পঞ্চম দিনের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পদযাত্রা শুরু করে সাতমাথায় এসে সমাপ্ত করেন।
পথসভা শেষে তাঁরা শিবগঞ্জের মোকামতলা ও কিচক বাজারে পৃথক দুটি পথসভায় অংশ নেন। একইদিন জয়পুরহাট ও নওগাঁ জেলাতেও এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পথসভায় আরও বক্তব্য রাখেন:

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

মুখ্য সংগঠক সার্জিস আলম

মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী

সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী

বগুড়া জেলা যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহিত তাকি

এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ সবাই অবিচারের অবসান, বৈষম্য দূরীকরণ ও জনগণের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

উপরে