প্রকাশিত : ৮ জুলাই, ২০২৫ ১০:০৬

রেলগেটে আটকে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী রাকিব

নিজস্ব প্রতিবেদক
রেলগেটে আটকে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী রাকিব

রেলগেটে আটকে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম রাকিব হোসাইন মোস্তাকিম (২২)। তিনি ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা।

রোববার (৬ জুলাই) দুপুর ৩টার দিকে কলেজ ক্যাম্পাসসংলগ্ন ওয়াবদা এলাকায় অরক্ষিত রেলগেটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খেলাধুলা শেষে রাকিব তার মোটরসাইকেলে করে শহরের পুরান বগুড়ায় ছাত্রাবাসে ফিরছিলেন। পথে ওয়াবদা এলাকার একটি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় তার মোটরসাইকেলটি রেললাইনে আটকে যায়। এ অবস্থায় তিনি মোটরসাইকেলটি সরিয়ে নিতে চেষ্টা করলে সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী একটি কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল আল আমিন বলেন, “কলেজ সংলগ্ন রেলগেটে শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা বহুবার রেলওয়ে কর্তৃপক্ষ ও কলেজ প্রশাসনের কাছে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, “নিহত শিক্ষার্থীর মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অরক্ষিত রেলগেটের নিরাপত্তা জোরদারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

উপরে