বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি রকি মিয়া গ্রেফতার

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রকি মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুলাই) রাতে শহরের মালতিনগর শান্তিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার রকি মিয়া (২২) গাবতলী উপজেলার করিমপাড়া গ্রামের বাসিন্দা এবং মাহাবুব মিয়ার পুত্র।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রকি মিয়া গাবতলী উপজেলার করিমপাড়া এলাকার এক শিশুকে (বয়স ১২ বছর) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। গত ১৩ জুন ভুক্তভোগী বান্ধবীর বাড়িতে রাত্রিযাপনের উদ্দেশ্যে রওনা দিলে রকি মিয়া তার বাড়ির উঠোন অতিক্রম করার সময় তাকে একা পেয়ে মুখ চেপে ধরে নিজের শয়নকক্ষে নিয়ে যান। সেখানে ভুক্তভোগীর মুখ বেঁধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ধর্ষণের ফলে ভুক্তভোগী শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত রকি মিয়া তাকে বাড়ির বাইরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি আশপাশের লোকজন জানতে পারলে আসামিরা ভুক্তভোগীর পরিবারকে মামলা না করার জন্য হুমকি দিতে থাকে।
ঘটনার তিনদিন পর, ভুক্তভোগীর চাচী বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর—১৭, তারিখ—১৫/০৬/২০২৫; ধারা—নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)/৩০।
মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্প দ্রুত গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মালতিনগর শান্তিবাগ এলাকায় আসামি রকি মিয়া অবস্থান করছেন। এরপর র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।