প্রকাশিত : ২ আগস্ট, ২০২৫ ০০:২৫

বগুড়ায় ইমন, তাসকিন ও কেয়াকে দেখতে জনস্রোত, ভেঙে পড়ল ফটক

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ইমন, তাসকিন ও কেয়াকে দেখতে জনস্রোত, ভেঙে পড়ল ফটক

বগুড়ায় তারকাদের উপস্থিতিকে ঘিরে সৃষ্টি হয়েছে নজিরবিহীন ভিড়। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রস্থল পুলিশ প্লাজায় নতুন কসমেটিক ব্র্যান্ড **হারল্যান**-এর শোরুম উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে আসেন জাতীয় দলের পেসার **তাসকিন আহমেদ**, চিত্রনায়ক **ইমন** এবং চিত্রনায়িকা **কেয়া পায়েল**।

 

তাদের আগমনের খবরে সকাল থেকেই পুলিশ প্লাজার সামনে জড়ো হতে শুরু করেন ভক্তরা। দুপুরের দিকে সেখানে রীতিমতো জনস্রোতের সৃষ্টি হয়। প্রিয় তারকাদের একনজর দেখতে কেউ এসেছেন শহরের ভেতর থেকে, কেউবা আশপাশের উপজেলা বা গ্রাম থেকে।

 

### হেলিকপ্টারে তারকাদের আগমন

 

উৎসুক জনতার উত্তেজনা আরও বাড়িয়ে দেয় তিন তারকার হেলিকপ্টারে বগুড়ায় অবতরণ। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ প্লাজার দিকে তাদের বহনকারী গাড়ি পৌঁছালে সেখানে উল্লাসের জোয়ার নামে। মুহূর্তেই শুরু হয় চিৎকার, হাততালি ও মোবাইল ক্যামেরার ঝলকানি।

 

বিশৃঙ্খলায় পড়ে ফটক

 

তবে এত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজক ও নিরাপত্তা কর্মীদের। তারকারা গাড়ি থেকে নামতেই উপস্থিত দর্শনার্থীরা হুড়োহুড়ি শুরু করেন। কেউ ছবি তুলতে, কেউবা কাছ থেকে দেখতে ছুটে আসেন ভিড় ঠেলে।

 

চাপ সামলাতে না পেরে একপর্যায়ে **পুলিশ প্লাজার প্রধান ফটক ধসে পড়ে**। ফটক ভেঙে পড়ার শব্দে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনতার মাঝে।

 

কেউ গুরুতর আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে

 

পরে জানা যায়, এতে কয়েকজন সামান্য আহত হন। তবে সৌভাগ্যক্রমে **গুরুতর কোনো দুর্ঘটনা ঘটেনি**। উপস্থিত পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি সামাল দেয়।

 

আয়োজকদের প্রতিক্রিয়া

 

আয়োজকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“আমরা আয়োজনটি পরিকল্পনামাফিক করতে চেয়েছিলাম। তবে এত মানুষের উপস্থিতি ও আগ্রহ আমাদের ধারণার বাইরে ছিল। তারকাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের তখনকার প্রধান কাজ হয়ে দাঁড়ায়।”

 

হতাশ হয়ে ফিরলেন অনেক ভক্ত

 

অনুষ্ঠানে প্রবেশাধিকার না থাকায় অনেকেই বাইরে থেকে অপেক্ষা করছিলেন প্রিয় তারকাদের এক নজর দেখার জন্য। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা সেভাবে কাছে যেতে পারেননি। একাধিক দর্শনার্থী অভিযোগ করেন, ভিড় সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি।

 

বগুড়ার এক তরুণ ভক্ত বলেন,

“আমি তাসকিন ভাইয়ের অনেক বড় ভক্ত। তাঁকে সামনে থেকে দেখতে চেয়েছিলাম। কিন্তু এত ভিড়ে সেটা সম্ভব হয়নি। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে নামতে দেখেছি—এই যা।”

 

### নিরাপত্তা জোরদার, অনুষ্ঠান শেষ

 

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠান সম্পন্ন হয়। তারকারা শোরুম উদ্বোধন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে তারা আবার নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

 

 জনপ্রিয়তার প্রমাণ

 

এই ঘটনা আবারও প্রমাণ করলো যে বর্তমান সময়ে ক্রীড়া ও চলচ্চিত্র তারকাদের জনপ্রিয়তা কতটা তুঙ্গে। তবে বড় আয়োজনগুলোতে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আরও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন অনেকে।

উপরে