কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী গ্রামে একটি চাম্বল গাছের ডাল থেকে ১৩ বছরের কিশোরী লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরী লামিয়া বাহার শিকদারের মেয়ে এবং স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের মা ঢাকায় কর্মরত। সে এইদিন সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়। এরপর তার মা যখন ফিরে আসেন, তখন লামিয়াকে ঘর থেকে বের হয়ে পুকুরপাড়ে চাম্বল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহত লামিয়ার পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরী রাত ৯টার দিকে মাকে খুঁজতে বের হয়ে এই অবস্থায় পৌঁছায়। লাশ দেখে তার মা চিৎকার করলে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে জানানো হয়।
রাত প্রায় ১২টার দিকে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।